Header Ads

Header ADS

দলিল ও খতিয়ানে ব্যবহৃত বাটা দাগ,ছুটা,খাস জমি,কবুলিয়ত,DCR এসব শব্দের ব্যাখা::

 দলিল ও খতিয়ানে ব্যবহৃত বাটা দাগ,ছুটা,খাস জমি,কবুলিয়ত,DCR এসব শব্দের ব্যাখা::

👉বাটা দাগ কি?

নকশায় ভুল বসত কোনাে প্লট এর দাগ নম্বর বাদ পড়লে, শেষ প্লট নম্বরটির পরের নম্বরটি নিচে লিখে এবং বাদ পড়া প্লটের নম্বরটি উপরে লিখে (ভগ্নাংশের ন্যায়) প্রাপ্ত যে নম্বর পাওয়া যায় তা দিয়ে বাদ পড়া প্লটটি চিহ্নিত করা হয় তাকে বাটা দাগ বলে।

👉ছুটা দাগ কি?

ভুমি জরিপকালে প্রাথমিক অবস্থায় নকশা প্রস্তুত অথবা সংশােধনের সময় নকশার প্রতিটি ভুমি এককে যে নাম্বার দেওয়া হয় সে সময় যদি কোন নাম্বার ভুলে বাদ পড়ে তাবে ছুটা বলে। আবার প্রাথমিক পর্যায়ে যদি দুটি একত্র করে নকশা পুন: সংশােধন করা হয় তখন যে নাম্বার বাদ যায় তাকেও ছুটা বলে।

👉খাস জমি কি?

সরকারের ভূমি মন্ত্রনালয়ের | আওতাধিন যে জমি। সরকারের পক্ষে কালেক্টর বা ডিসি তত্ত্বাবধান করেন এমন জমিকে খাস জমি বলে।

👉কবুলিয়ত কি?

সরকার কর্তৃক কৃষককে জমি বন্দোবস্ত দেওয়ার প্রস্তাব প্রজা কর্তৃক গ্রহণ করে খাজনা প্রদানের যে অঙ্গিকার পত্র দেওয়া হয় তাকে কবুলিয়ত বলে।

👉DCR কি?

ভূমি কর ব্যতিত অন্যান্য সরকারি পাওনা আদায় করার পর যে নির্ধারিত ফর্মে (ফর্ম নং ২২২) রশিদ দেওয়া হয় তাকে DCR বলে।

💢জয় তালুকদার 

#সদর_সাব_রেজিস্ট্রি_অফিস,#কোর্ট_হিল,#চট্টগ্রাম।

Contact Us:

Mobile No:01832060108 (Whats App)

Our Facebook page link: https://shorten.world/HHqdU

কোন মন্তব্য নেই

ULTRA_GENERIC থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.