Header Ads

Header ADS

জায়গা-জমি ও খতিয়ানে ব্যবহৃত-আনা, গন্ডা, কড়া, ক্রান্তি ও তিল এর ব্যবহার পরিচিত::

 জায়গা-জমি ও খতিয়ানে ব্যবহৃত-আনা, গন্ডা, কড়া, ক্রান্তি ও তিল এর ব্যবহার পরিচিত:::


কোন ব্যক্তির জায়গা জমির মালিকানা হিস্যা থেকে বের করার জন্য মোট জমির পরিমাণ আনা, গন্ডা, কড়া, ক্রান্তি ও তিল চিহ্ন দ্বারা লেখা থাকে। তাই খতিয়ানে কোন ব্যক্তি কতটুকু সম্পত্তির মালিক তা বের করতে এই চিহ্নসমূহ জানা প্রয়োজন।বিশেষ করে সি.এস ও আর.এস খতিয়ানের মালিকানার অংশের পরিমান বের করতে এই পদ্ধতিতে শতাংশের পরিমান বের করা যাবে।

খতিয়ানের মোট জমিকে ১৬ আনা ধরা হয়। আনার চিহ্ন নিম্নরূপ-
➡️⁄ = ১ আনা
➡️৵ = ২ আনা
➡️৶ = ৩ আনা
➡️৷ = ৪ আনা
➡️৷⁄ = ৫ আনা
➡️৷৵ = ৬ আনা
➡️৷৶ = ৭ আনা
➡️৷৷ = ৮ আনা
➡️৷৷⁄ = ৯ আনা
➡️৷৷৵ = ১০ আনা
➡️৷৷৶ = ১১ আনা
➡️৸ = ১২ আনা
➡️৸ ⁄ = ১৩ আনা
➡️৸৵ = ১৪ আনা
➡️৸৶ = ১৫ আনা
➡️১ = ১৬ আনা
🍁গন্ডার আলাদা কোন চিহ্ন নাই। গণ্ডাকে ১, ২, ৩, ৪…. এভাবে প্রকাশ করা হয়। ২০ গন্ডায় ১ আনা।
🔴১ = ১ গণ্ডা
🟠২ = ২ গণ্ডা
🟡৩ = ৩ গণ্ডা
🟢৪ = ৪ গণ্ডা
🔵৫ = ৫ গণ্ডা
🟢৬ = ৬ গণ্ডা
🟡৭ = ৭ গণ্ডা
🔴৮ = ৮ গণ্ডা
🟠৯ = ৯ গণ্ডা
🔵১০ = ১০ গণ্ডা
🟢১১ = ১১ গণ্ডা
🔴১২ = ১২ গণ্ডা
🔵১৩ = ১৩ গণ্ডা
🟠১৪ = ১৪ গণ্ডা
🟡১৫ = ১৫ গণ্ডা
🟢১৬ = ১৬ গণ্ডা
🔵১৭ = ১৭ গণ্ডা
🟡১৮ = ১৮ গণ্ডা
🔴১৯ = ১৯ গণ্ডা
🍀কড়ার চিহ্ন নিম্নরূপ, ৪ কড়ায় ১ গন্ডা।
✅৷ = ১ কড়া
✅৷৷ = ২ কড়া
✅৸ = ৩ কড়া
🪅ক্রান্তির চিহ্ন নিম্নরূপ, ৩ ক্রান্তিতে ১ কড়া।
🟧৴ = ১ ক্রান্তি
🟥৴৴ = ২ ক্রান্তি
💠তিলের আলাদা কোন চিহ্ন নাই। তিলকে ১, ২, ৩, ৪…. এভাবে প্রকাশ করা হয়। ২০ তিলে ১ ক্রান্তি।
🈯১ = ১ তিল
🈶২ = ২ তিল
🈷️৩ = ৩ তিল
🈸৪ = ৪ তিল
🈂️৫ = ৫ তিল
🈯৬ = ৬ তিল
🈸৭ = ৭ তিল
🈵৮ = ৮ তিল
🈳৯ = ৯ তিল
🈵১০ = ১০ তিল
🈯১১ = ১১ তিল
🈸১২ = ১২ তিল
🈲১৩ = ১৩ তিল
🈳১৪ = ১৪ তিল
🈯১৫ = ১৫ তিল
🈸১৬ = ১৬ তিল
🈴১৭ = ১৭ তিল
🈷️১৮ = ১৮ তিল
🈹১৯ = ১৯ তিল
♻️আনা-গন্ডা-কড়া-ক্রান্তি ও তিলের পারস্পরিক তুলনা-
💠⁄ (১ আনা) = ২০ গণ্ডা
🪅১ গণ্ডা = ৪ কড়া
🍁৷ (১ কড়া) = ৩ ক্রান্তি
🪁৴ (১ ক্রান্তি) = ২০ তিল
🎁জেনে রাখা ভালঃ
খতিয়ানে যতটুকু জমি থাক না কেন, ১ (ষোল আনা) বলতে খতিয়ানের সম্পূর্ণ জমিকে বুঝায়।
✅১ (ষোল আনা) = ৩২০ গন্ডা (যেহেতু ২০ গন্ডায় ⁄এক আনা)
✅১ (ষোল আনা) = ১২৮০ কড়া (যেহেতু ৪ কড়ায় এক গন্ডা)
✅১ (ষোল আনা) = ৩৮৪০ ক্রান্তি (তিন ক্রান্তিতে ।এক কড়া)
✅১ (ষোল আনা) = ৭৬৮০০ তিল (২০ তিলে ৴এক ক্রান্তি)
💠কোন কোন এলাকায় জমি পরিমাপের ক্ষেত্রে আনা-গন্ডা-কড়া-ক্রান্তি-তিল ব্যবহার করা হয়।
🪅⁄ (এক আনা) = ১৭,২৮০ বর্গফুট
🍁১ গণ্ডা = ৮৬৪ বর্গফুট
♻️১ কড়া = ২১৬ বর্গফুট
🪁৴ (১ ক্রান্তি) = ৭২ বর্গফুট
🪢৷ (১ তিল) =৩.৬ বর্গফুট
Contact Us: Mobile No:01832060108 (Whats App) Our Facebook page link: https://shorten.world/HHqdU

কোন মন্তব্য নেই

ULTRA_GENERIC থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.