Header Ads

Header ADS

তামাদি আইন কি :

 #তামাদি_আইন_কি?What is the limitation act


নির্দিষ্ট সময়ের মধ্যে আইনগত দাবি আদায় না করলে উক্ত দাবি বিলুপ্ত বা অচল বা নষ্ট হয়েছে বলে গণ্য করাকে আইনের ভাষায় তামাদি বলে।

এবার আসি তামাদি আইন কি? দেখুন, তামাদি আইন একটি স্বয়ংসম্পূর্ণ যেখানে সকল প্রকার আইনগত দাবী বা স্বত্বের ক্ষেত্রে পক্ষগণের মধ্যে পারষ্পারিক বিরোধকে দীর্ঘায়িত না করে তা চিরদিনের জন্য নিষ্পত্তি করতে সাহায্য করে। তামাদি আইনে নির্দিষ্ট মামলার জন্য যে নির্দিষ্ট সময়সীমা আইনে উল্লেখ রয়েছে সেই সময়ের মধ্যে মামলা দায়ের করতে না পারলে আদালত ঐ মামলা বাধ্যতামূলক খারিজ করবেন। নির্দিষ্ট সময়সীমার পর মামলা, আপীল বা দরখাস্ত দায়ের এবং আদালত হতে তা বাধ্যতামূলকভাবে খারিজ হওয়ার এই প্রক্রিয়াকেই সংক্ষেপে ‘তামাদি’ বলা হয়। [A. Ali Vs. District Judge; 21 DLR (SC) 139 ]
কোন তর্ক, প্রশ্ন ও বিবাদকে অনন্তকাল বাঁচিয়ে রাখা মানব সমাজের জন্য নিতান্তই ক্ষতিকর। উপরন্ত সামাজিক শৃঙ্খলার কারণে এক সময় এর ওপর ছেদ টানতে হয় এবং তামাদি আইন সেই ছেদ টানার ব্যবস্থা করে থাকে। [Rajendra Vs. Shanta; AIR 1973 (SC) 2537]
আদালতে মামলা, আপীল বা অন্য কোন প্রকার দরখাস্ত দায়েরের সময়সীমা তামাদি আইনের প্রথম তফসিলে নির্ধারণ করা আছে। তামাদি আইনের প্রস্তাবনায় বলা আছে, ‘দেওয়ানী মামলার সময়সীমা বিষয়ক আইন একীভূত ও সংশোধণার্থে ও অন্যান্য লক্ষ্যে প্রণীত আইন।’ এ থেকে বলা যায় যে, সকল প্রকার দেওয়ানী আইনগত দাবী বা স্বত্বের ক্ষেত্রে সময় নির্ধারণ করে দেয়ার জন্য তামাদি আইনের সৃষ্টি হয়েছে ।
[Objects of the limitation act]
তামাদি আইন-১৯০৮ এর বিধানাবলী বিশ্লেষণ করে নিম্নোক্ত উদ্দেশ্যসমূহ পাওয়া যায়-
১. কোন দেওয়ানী মামলা-মোকদ্দমা, আপীল ও নির্দিষ্ট কিছু আবেদনপত্র আদালতে দায়ের করার মেয়াদ নির্ধারণ করা;
২. দখলের মাধ্যমে ব্যবহার স্বত্ব এবং অন্যান্য সম্পত্তির অধিকার অর্জনের নির্ধারিত নিয়ম নীতি [সময়সীমা ইত্যাদি] সরবরাহ করা;
৩. ব্যক্তির আইনগত দাবি বা অধিকার কোন সময়সীমার মধ্যে আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত করা যাবে তা নির্ধারণ করা। এতে করে সমাজে বিবাদ দ্রুত নিস্পত্তির মাধ্যমে শান্তি-শৃংখলা প্রতিষ্ঠিত হয়;
৪. মামলা-মোকদ্দমার দীর্ঘসূত্রিতা বজায় না রেখে জন-ভোগান্তি লাঘব করা;
৫. তামাদি আইনের আরেকটি উদ্দেশ্য হলো কোন মামলার জটিলতা রোধ করা;
৬. মামলার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা রোধ করে অর্থের অপচয় বন্ধ করা;
৭. নাগরিকদের প্রাপ্য আইনি অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতারণামূলক কার্যক্রমকে প্রতিরোধ করা;
৮. কোন অধিকার সচেতন ব্যক্তির প্রাপ্য আইনগত অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সহায়তা করা;
৯.তামাদি আইনের মাধ্যমে ব্যক্তির আইনগত দাবি/অধিকারের দ্বন্দ্বকে প্রলম্বিত না করে স্থায়ী সমাধানের ব্যবস্থা করা।
🖋️জয় তালুকদার🎀

কোন মন্তব্য নেই

ULTRA_GENERIC থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.