Header Ads

Header ADS

নতুন বা পুরাতন দলিলে কিছু শব্দ যা সবার জেনে রাখা উচিত ::

 নতুন বা পুরাতন দলিলে কিছু শব্দ যা সবার জেনে রাখা উচিত ::



দলিলে লিখিত অনেক শব্দ আছে,যার সংক্ষিপ্ত রুপ ব্যবহার করা হয়ে থাকে। এমনও কিছু শব্দ আছে যা খুব কম ব্যবহার হয়। যারা পুরাতন দলিলের ব্যবহৃত শব্দের অর্থ বোঝেন না,তাদের জন্য বিস্তারিত আলোচনা করা হলো।
✅ মৌজা 🔀গ্রাম।
✅ জে.এল নং 🔀 মৌজা নং/গ্রাম নম্বর।
✅ফর্দ 🔀 দলিলের পাতা।
✅ খং 🔀খতিয়ান।
✅সাবেক 🔀 আগের/পূর্বের বুজায়
✅হাল 🔀বর্তমান।
✅বং 🔀বাহক, অর্থাৎ যিনি নিরক্ষর ব্যক্তির নাম লিখে।
✅ নিং 🔀 নিরক্ষর।
✅গং 🔀 আরো অংশীদার আছে।
✅ সাং 🔀 সাকিন/গ্রাম।
✅তঞ্চকতা 🔀 প্রতারণা।
✅সনাক্তকারী 🔀 যিনি বিক্রেতাকে চিনে।
✅এজমালী 🔀 যৌথ।
✅ মুসাবিদা 🔀 দলিল লেখক।
✅ পর্চা 🔀 বুঝারতের সময় প্রাথমিক খতিয়ানের যে নকল দেওয়া হয় তাকে পর্চা বলে।

কোন মন্তব্য নেই

ULTRA_GENERIC থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.