Header Ads

Header ADS

বি.আর.এস খতিয়ান /B.R.S Khatian:

    বি.আর.এস খতিয়ান /B.R.S Khatian কি?


বিআরএস খতিয়ান গুলো মূলত ডিজিটাল সময় করা সবচেয়ে নতুন একটি খতিয়ান। এই খতিয়ান গুলো মূলত বেশিরভাগ সময় কম্পিউটারের টাইপ করার মাধ্যমে থাকে। এই খতিয়ান গুলো মূলত যারা জমি জমা ণোগ দখল করে আসছে মূলত তাদের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। তবে সবচেয়ে মজার একটি বিষয় হলো যে, বিআরএস এর খতিয়ানের জমি জরিপ এখনো চলমান রয়েছে।

এখনো পুরোপুরি বিআরএস জমি জরিপ খতিয়ান এর কাজ সম্পন্ন হয়নি। বিআরএস মূলত এমন সব জায়গায় সবচেয়ে বেশি জরিপ করা হচ্ছে যেখানে আরএস খতিয়ানের এর পর আর কোন জমি জরিপ হয়নি। মূলত সহজ ভাষায় বলতে গেলে যেগুলো সরকারি জমি এক সময় ছিল অথবা এখন দখলদারিতে রয়েছে সেইসব জমিগুলোই মূলত বিআরএস খতিয়ানে উঠে এসেছে।
বিআরএস খতিয়ান অনেকটা সিটি টাইপ জরিপের মতো দেখতে হয়। আর এগুলো মূলত আড়াআড়ি ভাবে কম্পিউটারের মাধ্যমে প্রিন্ট করা থাকে। জমি জরিপের মূলত সবচেয়ে ডিজিটাল জমির খতিয়ান বলা হয়ে থাকে বিআরএস খতিয়ান কে।
Contact Us: Mobile No:01832060108 (Whats App) Our Facebook page link: https://shorten.world/HHqdU

কোন মন্তব্য নেই

ULTRA_GENERIC থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.