Header Ads

Header ADS

ভূমি ও দলিলের ব্যবহৃত কিছু শব্দের পূর্ণরুপ:

 ভূমি ও দলিলের ব্যবহৃত কিছু শব্দের পূর্ণরুপ:


♻️পিং=পিতা।

♻️জং/আং=স্বামী।

♻️গং=সকল দখলদার।

♻️সাং/সাকিন=ঠিকানা।

♻️দং=দখল

♻️মং=একত্রে।

♻️বিতং= বিস্তারিত।

♻️মোং= মোকাম (দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান)

♻️জ:= জমা।

♻️কি:=কিস্তি।

♻️হেবা=দান।

♻️তোক=ভাগ।

♻️তৌজি=প্রাপ্ত খাজনার বিবরণপত্র।

♻️ছানি= পুনঃ বিবেচনার জন্য প্রার্থনা।

♻️মৌরশি= পুরুষানুক্রমে কোন ভূমি ভোগ দখল করা।

♻️জোত=জমিদারদের অধীনে প্রজার স্বত্ব বিশিষ্ট জমি।

♻️নিম/ নিপসি= অর্ধেক।

♻️খারিজ= বাতিল।

♻️লায়েক= উপযুক্ত।

♻️তসদিক= সত্যায়ন।

♻️এওয়াজা=বিনিময়।

♻️রায়ত= দখলি প্রজা।

♻️ছোলেনামা=আপোষ।

♻️এজমালী= যৌথ মালিকানা।

♻️কিত্তা/কাতে=জমির অংশ।

♻️চৌঃ= চারদিকের সীমানা।

♻️নোনাবাড়ি= বসতবাড়ি।

♻️জোতদার= জমির মালিক।

♻️তমঃ= তসমুক (বন্ধকনামা)।

💞 #জয়_তালুকদার 

#সদর_সাব_রেজিস্ট্রি_অফিস,#কোর্ট_হিল,#চট্টগ্রাম।

Contact Us:

Mobile No:01832060108 (Whats App)

Our Facebook page link: https://shorten.world/HHqdU


কোন মন্তব্য নেই

ULTRA_GENERIC থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.