দলিলের হলফনামা (Affidavit)::
দলিলের হলফনামা (Affidavit)::
স্থাবর সম্পত্তি সংক্রান্ত সকল প্রকারের দলিল রেজিস্ট্রিতে ৩০০ (তিন শত) টাকার স্টাম্পে নিম্ন-লিখিত লেখা সম্বলিত হলফনামা প্রিন্ট করে হলফনামার নির্দিষ্ট স্থানে হলফকারীর স্বাক্ষর ও তারিখ প্রদানের পর মূল দলিলের সাথে প্রিন্টেড হলফনামা সংযুক্ত করে রেজিস্ট্রি অফিসে সাব-রেজিস্ট্রারের নিকট দাখিল করতে হয়।
হলফকারীর স্বাক্ষরের পর দলিলের সনাক্তকারীর ঘোষণা অন্তর্ভুক্ত থাকে। এক্ষেত্রে সনাক্তকারীকেও হলফনামার নির্দিষ্ট স্থানে স্বাক্ষর করতে হয়।
কোন মন্তব্য নেই