Header Ads

Header ADS

অনলাইনে জমির খাজনা দেওয়ার নিয়ম ২০২৪:

 অনলাইনে জমির খাজনা দেওয়ার নিয়ম ২০২৪:


♻️বর্তমানে বাংলাদেশে জমির খাজনা পরিশোধ করা বাধ্যতামূলক এবং শুধুমাত্র অনলাইনেই জমির খাজনা দেওয়ার উপায় রয়েছে। তাই আপনার জমির খাজনা পরিশোধ করতে জেনে নিন, অনলাইনে জমির খাজনা দেওয়ার নিয়ম ২০২৩ সম্পর্কে।
🍁জমির খাজনা কিভাবে দেব::
ভূমি উন্নয়ন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (https://ldtax.gov.bd) কিংবা ভূমি উন্নয়ন কর মোবাইল অ্যাপসে নাগরিক কর্নার অপশনে রেজিস্ট্রেশন করে পেমেন্ট অপশন থেকে খতিয়ান ও দাগ নম্বর অনুযায়ী ভূমির তথ্য প্রদান করে নির্ধারিত পরিমাণ খাজনা পরিশোধ করতে পারবেন।
তারপর, ভূমি উন্নয়ন কর পরিশোধ সম্পন্ন হলে, দাখিলা অপশন থেকে খাজনা রশিদ ডাউনলোড করতে পারবেন। সরাসরি ওয়েবসাইটের পেমেন্ট অপশন থেকেও এনআইডি কার্ড ব্যবহার করে খাজনা/ কর পরিশোধ করা যায়।
🍀অনলাইনে জমি থাকলে পরিশোধ করার ভূমি মন্ত্রণালয় কর্তৃক দুইটি উপায় রয়েছে। সেগুলো হলো –
ভূমি উন্নয়ন মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে
‘ভূমি উন্নয়ন কর’ মোবাইল এপপ্সের মাধ্যমে।
উভয় ক্ষেত্রেই অনলাইনে জমির খাজনা দেওয়ার নিয়ম ২০২৩ প্রায় একই।
🪅অনলাইনে জমির খাজনা দিতে কি কি ডকুমেন্টস লাগে::
✅জমির অবস্থান অনুযায়ী – বিভাগ, জেলা, উপজেলা ও মৌজার তথ্য।
✅জমির খতিয়ান
✅পেমেন্ট পরিশোধ করার জন্য জাতীয় পরিচয়পত্র
✅একটি অনলাইন পেমেন্ট মাধ্যম (বিকাশ, নগদ, রকেট, উপায়, একপে, DBBL)।
✅একটি স্মার্টফোন, মোবাইল নাম্বার ও ইন্টারনেট কানেকশন।
🖋️ #জয়_তালুকদার 🎀#সদর_সাব_রেজিস্ট্রি_অফিস,#কোর্ট_হিল,#চট্টগ্রাম

কোন মন্তব্য নেই

ULTRA_GENERIC থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.