জমির দলিল উত্তোলন ও তল্লাশি সংক্রান্ত তথ্যঃ
#জমির_দলিল_উত্তোলন_ও_তল্লাশি_সংক্রান্ত_তথ্যঃ
মূল দলিল নষ্ট হলে গেলে তা দিয়ে কোন কাজ করা যায় না।সেক্ষেত্রে দলিলের নকল উঠানো প্রয়োজন পরে।দলিলের নকল সাব- রেজিস্ট্রার অফিস থেকে তোলা যায়। দলিলের নকল তোলার জন্য দলিল নং, সন তারিখ,মৌজা ও যে অফিসে দলিলটি রেজিস্ট্রি হয়েছে সে অফিসের নাম প্রয়োজন।
আপনার কাছে যখন দলিল নং থাকবে না ও সুনির্দিষ্ট সন তারিখ থাকবে না। দলিল তল্লাশির তিন ভাবে দেয়া যায়ঃ ১।দাতা বা বিক্রেতা,২।গ্রহীতা বা ক্রেতা,৩।দাগ নং বিশেষ করে আর.এস দাগ। এগুলো দিয়ে আপনি আপনার হারানো দলিলটি খুঁজে পেতে পারেন।তার জন্য আপনাকে সন তারিখটা আইডিয়া করে দিতে হবে যদি না আপনার থেকে সুনির্দিষ্ট সন তারিখ মনে না থাকে।
উপরের উল্লেখিত বিষয়গুলো ফলো করলে হারানো দলিলটি খুঁজে পাওয়া অনেকটা সহজ হবে।
জয় তালুকদার#সদর_সাব_রেজিস্ট্রি_অফিস,#কোর্ট_হিল,#চট্টগ্রাম।
কোন মন্তব্য নেই