জায়গা-জমি সংক্রান্ত কিছু তথ্য -মৌয়াজি,স্থিতিবান,মহাল,ইজা,কান্দা,হেবা ,গির্বি,খিরাজ,কোর্ফাঃ
জায়গা-জমি সংক্রান্ত কিছু তথ্য যা দলিলে ও খতিয়ানে লিপিবদ্ধ থাকে:
মৌয়াজি : মোট ভূমির পরিমাণ
স্থিতিবান : যে রায়তের স্বত্ব স্থায়ী।
ইজা : চলমান। পূর্বের হিসাব থেকে স্থিত টেনে আনা।
কান্দা: এর অর্থ উচ্চ ভূমি।
হেবা : আরবি শব্দ, যার অর্থ দান।
গির্বি: এর অর্থ বন্ধক।
খিরাজ: এর অর্থ খাজনা।
কোর্ফাঃ জমির নিম্নতম স্বত্ব বা অধিকারকে কোর্ফা বলে; যে প্রজা তার উর্ধ্বতন প্রজার কাছ থেকে জমি নিয়ে চাষ করে তাকে কোর্ফা প্রজা বলে।
জয় তালুকদার
#সদর_সাব_রেজিস্ট্রি_অফিস,#কোর্ট_হিল,#চট্টগ্রাম।
কোন মন্তব্য নেই