Header Ads

Header ADS

জলমহাল,ডাঙ্গা জমি,ভিটি জমি,নাল জমি,কোলা জমি,নিষ্কর ভূমি::

 ভূমি ও দলিল সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনাঃ



#জলমহাল: বিল, হাওর, বাওর, নিম্ন জলাভূমি ও নদ-নদীতে মৎস্য আহরণের এলাকাকে জলমহাল বলা হয়।
#ডাঙ্গা_জমি: দলিলে ব্যবহৃত জমির শ্রেণী। সাধারণত চাষযোগ্য উচু শ্রেনীর জমিকে ডাঙ্গা বলা হয়।
#ভিটি_জমি: সমভূমি হতে সামান্য উচু ভূমিকে ভিটি জমি বলে।
#নাল_জমি: সাধারনত নিচুঁ সমতল কৃষি জমি জমিকে নাল জমি বলে।
#কোলা_জমি: বসতবাড়ী সংলগ্ন নাল জমিকে কোলা জমি বলে।
#চিরাগী: মসজিদ বা কবরস্থান আলোকিত করার উদ্দেশ্যে উৎসর্গীকৃত নিষ্কর ভূমি।
🖋️জয় তালুকদার
🎀সদর সাব-রেজিস্ট্রি অফিস,কোর্ট হিল,চট্টগ্রাম।
আরো তথ্য পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন: My Youtube channel link: https://www.youtube.com/@mastermindbd91

কোন মন্তব্য নেই

ULTRA_GENERIC থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.